দেশে প্রথম বারের মতো বাইকারদের নিয়ে অনুষ্ঠান করতে যাচ্ছে জাগো এফএম ৯৪.৪। হিরো হাঙ্ক পরিবেশিত ‘রোড রকার্স’ নামের এই অনুষ্ঠান শুনতে পাওয়া যাবে প্রতি রোববার সকাল সাড়ে ৯টায় এবং সোমবার সন্ধ্যা ৭টায়, জাগো এফএম ৯৪.৪ এ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিশ্বের স্বনামধন্য মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ। এ লক্ষ্যে গত ১১ জানুয়ারি’২০১৯ জাগো এফএম ও হিরো বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
অনুষ্ঠানে বাইকারদের নিয়ে ট্যুর, বাইক নিয়ে সব অ্যাডভেঞ্চারের গল্প, বাইক চালানোর নিয়মাবলী এবং আরও অনেক বাইক ও বাইকার সংক্রান্ত তথ্য ও গল্প শোনানো হবে।-প্রেস বিজ্ঞপ্তি
এমএমজেড/জেআইএম