মধ্যরাতে ভরা জোছনায়মন ছুঁয়ে যায় তারার মেলায়,চাঁদের গায়ে তোর ছবি দেখিনাই বা রইলি আমার পাশে!
নদীর মাঝে একা ডিঙ্গাতেমন ছুঁয়ে যায় কলকল স্রোতে,স্রোতের সুরে তোর হাসি শুনিনাই বা থাকলি আমার ডিঙ্গাতে!
বাহারী ফুলের ভরা মৌসুমেমন ছুঁয়ে যায় ফুলের চমকে,ফুলের মাঝেই তোকে খুঁজে পাইনাই বা এলি আমার গুলশানে!
আকাশের বুকে আলোর মেলায়মন ছুঁয়ে যায় সোনালি স্মৃতিতে,মনের ক্যানভাসে এঁকে যাই তোকেনাই বা এলি আমার বেলকনিতে!
এসইউ/এমএস