কাতারে অনুশীলনরত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ কাতারের পেশাদার লিগের (কিউ-লিগের) দল আল আরাবিয়া এসসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।
বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার ১-০ গোলে হারিয়েছে কিউ-লিগের আরেক দল আল শাহানিয়াকে। গোল করেছেন মিডফিল্ডার খন্দকার আশরাফুল ইসলাম।
২২ মার্চ বাহরাইনে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আগে কাতারে এই বিশেষ ক্যাম্প করছে জেমি ডে’র শিষ্যরা।
কাতারের দোহায় ১০ দিনের অনুশীলনের পাশপাশি স্থানীয় দুটি ক্লাবের সঙ্গে এই প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে।
এর আগে জাতীয় দল নিয়ে কম্বোডিয়া সফরে গিয়েছিলেন জেমি ডে। সেখানে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
আরআই/এমএমআর/জেআইএম