দেশজুড়ে

কেন্দ্রে ভোটারদের মারপিটের অভিযোগে আটক ২

যশোরের চৌগাছায় উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় এক ভোটারকে মারপিটের অভিযোগে আটক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাতিজা।

এসএম হাবিব চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ড.মোস্তানিচুর রহমান।

চৌগাছা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলার চাঁদপুর হাজী মুর্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিটন নামে একজন ভোটার নৌকা মার্কায় ভোট দিতে চাইলে তাকে মারপিট করেন তারেক মাহমুদ পিয়াস নামে এক যুবক। পিয়াস ওই বুথে অনিয়মতান্ত্রিকভাবে অবস্থান করছিলেন।

এ সময় পুলিশ তাকে আটক করে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাই এসএম শফিকুর রহমানের ছেলে।

একই কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ আদালত বুথে অবৈধ অবস্থানকারী গোলাম মোস্তফা নামে অপর এক ব্যক্তিকে আটক করেছে। আটকদের থানায় নেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মিলন রহমান/এফএ/এমএস