দেশজুড়ে

যুবকের বুকের ওপর ট্রাক তুলে দিলেন চালক

বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কসমেটিকস ব্যবসায়ী আলী হোসেন (৩৪) নিহত হয়েছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা-সোনাবাড়িয়া সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলী হোসেনের বুকের ওপর দিয়ে ট্রাকটি চালিয়ে দেন চালক। নিহত কসমেটিকস ব্যবসায়ী আলী হোসেন কলারোয়া উপজেলার সাতপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

নিহতের চাচাতো ভাই আহাদ আলী বলেন, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে কলারোয়া সদরে যাচ্ছিলেন সাতপোতা বাজারের কসমেটিকস ব্যবসায়ী আলী হোসেন। পথিমধ্যে বালুভর্তি ট্রাক অতিক্রম করার সময় ট্রাকের গায়ে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান আলী হোসেন। এ সময় চলন্ত ট্রাকটি তার বুকের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কলারোয়া থানা ওসি মো. মনিরুজ্জামান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস