নোয়াখালীর সেনবাগে বাসের সঙ্গে মোটরসাইেকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পাটোয়ারী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন সেনবাগ উপজেলার মহিদীপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির ওবায়দুল হকের ছেলে। তিনি আগামী ২৬ এপ্রিল স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। ফরহাদ কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলে বলে জানা গেছে।
সেনবাগ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলী জানান, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে ফুটবল খেলোয়ার নিয়ে সোহান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বসুরহাট যাচ্ছিল। বাসটি সেনবাগ উপজেলার ফেনীর নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পৌঁছালে পাটোয়ারী মার্কেটের সামনে চৌমুহনী অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এর দুই আরোহী ফরহাদ ও তার বন্ধু সাইফুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মূমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুলের অবস্থাও আশঙ্কাজনক।
মিজানুর রহমান/আরএআর/এমএস