ফুফু হামিদা খানম রানুকে শেষবারের মতো দেখতে তার বাসায় গেলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর লালমাটিয়ায় শেখ কবির হোসেনের বোন হামিদা খানম রানুর মরদেহ দেখতে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্ধক্যজনিত কারণে আজ ভোর সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা খানম রানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
হামিদা খানম রানুর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এইউএ/জেডএ/এমকেএইচ