দেশজুড়ে

হানিফের ধাক্কায় প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর

সাভারের বলিয়ারপুরে বিপরীতমুখী বাসের ধাক্কায় মিন্টু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মোল্লা কেরানীগঞ্জের আলীপুর পুনিহাটি এলাকার কেরামত আলীর ছেলে। তিনি মিরপুর বাংলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, বিপরীতমুখী একটি হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল চালক মাথায় প্রচণ্ড আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রনি খাঁ/এফএ/এমকেএইচ