শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শুভজনের উদ্যোগে কণ্ঠশিল্পী শায়লা রহমানের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ জুলাই সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘সুরের বাঁধন’ শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী।
শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গীতিকবি শহিদুল্লাহ ফরায়জি, কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, ভাস্কর মৃণাল হক, ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সাবিহা ইসলাম, কবি আসলাম সানী, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন ও নাজমুল হুদা।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন শুভজন সভাপতি কবি নইম হাসান। একক সংগীতসন্ধ্যা ‘সুরের বাঁধনে’ যন্ত্রসংগীতে ছিলেন দীপঙ্কর সরকার ও নোমান রেজা রিয়াদ।
উল্লেখ্য, এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী শায়লা রহমানের এটি ছিল প্রথম একক মঞ্চ পরিবেশনা। শিল্প-সংস্কৃতির হাত ধরে তিনি বহুদূর যেতে চান।
এসইউ/পিআর