দেশজুড়ে

রেলের জমিতে গড়ে ওঠা ২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের কামারখন্দে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২শ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেলওয়ের ডিভিশনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, পাকশী রেলওয়ের সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম, মাঠ কানুনগো শরিফুল ইসলামসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান। আজকের অভিযানে কামারখন্দের জামতৈল রেলস্টেশনের দুই পাশে গড়ে ওঠা প্রায় ২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আগামী দুই মাসে আরও ১৩টি অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/এমএস