বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শিশু-কিশোরদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, পরিচালক লিজা, আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিশু-কিশোর প্রতিযোগী অংশ নেয়।
হাফিজুল নিলু/আরএআর/পিআর