বইমেলায় পাওয়া যাচ্ছে ফারুক আহমেদের শিশুতোষ গল্পগ্রন্থ ‘মেঘেদের মাঠে গহীন’। বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ।
৪৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৩০ টাকা। পাওয়া যাচ্ছে প্রকাশনীর ২৭২-২৭৪ নম্বর স্টলে। বইটিতে মোট ৭টি গল্প রয়েছে। এসব গল্পে ব্যক্তিগত অভিজ্ঞতা ও কল্পনার খানিক ব্যাপ্তি ঘটানো হয়েছে।
লেখক বলেন, ‘কিশোর উপযোগী এটি আমার দ্বিতীয় গল্পের বই। আশা করি সবার ভালো লাগবে। ভবিষ্যতে শিশু-কিশোরদের নিয়ে আরও লেখার ইচ্ছা আছে।’
এসইউ/জেআইএম