জাগো জবস

সমাজসেবা অধিদফতরে ১২৭ জনের চাকরির সুযোগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতরে ‘সমাজকর্মী’ পদে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদফতরপ্রকল্পের নাম: সিএসপিবি প্রকল্প

পদের নাম: সমাজকর্মীপদসংখ্যা: ১২৭ জনশিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/এলএলবি/এলএলএম/স্নাতক/স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ০২ বছর

চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ৩০ জুন ২০২০ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৪৫ বছরবেতন: ২৩,১০০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রতিষ্ঠানের ই-মেইল hrmcspb2020@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২০

সূত্র: জাগোজবস ডটকম

এসইউ/এমকেএইচ