স্ত্রীকে না জানিয়ে ঘরে ঢোকার উপায়রাতে চোরকে আটক করল গৃহকর্তা। পুলিশে খবর দিয়ে তাদের হাতে দিয়ে দিলো। পরদিন সকালে সে থানায় গেল। তার বাসায় গত রাতে যে চোর ঢুকেছে, তার সাথে কথা বলতে চায়।পুলিশ: সে সুযোগ আপনাকে আদালতে দেওয়া হবে।লোক: না না, আমি ওই চোরের কাছ থেকে জানতে চাই, কিভাবে আমার স্ত্রীকে না জাগিয়ে আমার ঘরে ঢুকল। আমি কয়েক বছর ধরে চেষ্টা করছি।
****
পাগলের পাল্লায় চিকিৎসকএক পাগল এসেছেন চিকিৎসকের কাছে—চিকিৎসক: কী সমস্যা আপনার, বলুন?পাগল: স্যার, আমার সবসময় মনে হয়, আমি একটা মুরগি।চিকিৎসক: বলেন কী। তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?পাগল: যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যার।
****
লম্বার কাছে সব কিছু ছোট মনে হয়বাজারে ডিম কিনতে গেলেন ছয় ফুটের বেশি লম্বা লোক। বাজারের এক কোণায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা। লোকটি ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন—ভদ্রলোক: ডিমের হালি কত টাকা?ডিমওয়ালা: জ্বি, হালি ৩০ টাকা।ভদ্রলোক: বলো কী! এত ছোট ছোট ডিম ৩০ টাকা! একটু বেশি হয়ে যাচ্ছে না?ডিমওয়ালা: স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হইব। একটু বইসা দেখেন।
এসইউ/এএ/জেআইএম