জোকস

আজকের কৌতুক : সালমান খানকে দেখে বেহুঁশ!

সালমান খানকে দেখে বেহুঁশবলিউড নায়ক সালমান খান বিয়ে করার জন্য একদিন মেয়ে দেখতে গেছেন। মেয়ের মা তাকে দেখে বেহুঁশ হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞেস করল-সবাই: কি ব্যাপার, তুমি বেহুঁশ হলে কেন?মেয়ের মা: আরে, ২০ বছর আগে সে আমাকেও দেখতে এসেছিল।

****

অফিস টাইমে সেলুনে কেন?বস: কী ব্যাপার! আপনি এতক্ষণ কোথায় ছিলেন?কর্মী: চুল কাটাতে গিয়েছিলাম।বস: কি! আপনি অফিস টাইমে চুল কাটাতে গিয়েছিলেন?কর্মী: তাতে কী হয়েছে? চুলটাও তো অফিস টাইমে বড় হয়েছিল।বস: সেটা তো বাড়ি থাকাকালীনও বড় হয়েছে।কর্মী: তাই তো একেবারে টাকলু হয়ে যাইনি। যতটুকু অফিসে বড় হয়েছিল; ততটুকু কেটেছি!

****

জুতা কিনতে গিয়ে তরুণীর কাণ্ড!জুতা পছন্দ করতে গিয়ে দোকানের প্রায় সব ডিজাইন উল্টেপাল্টে দেখছেন এক তরুণী। এতে জুতার শো-রুম একেবারে তছনছ হয়ে গেল। কিন্তু পছন্দ হলো না একটিও। এ সময় তার নজর পড়ল অন্যরকম একটি বাক্সের ওপর-তরুণী: ওই বক্সটা একটু দেখান, প্লিজ। ওটার ভেতরে যে ডিজাইনটা আছে, তা দেখবো।দোকানদার: দয়া করেন আপা, ওইটা আর দেখতে চাইবেন না!তরুণী: এটা কেমন কথা! কাস্টমার দেখতে চাচ্ছে।দোকানদার: আপা, ওইটা আমার লাঞ্চ বক্স!

এসইউ/জেআইএম