আঁধার রাতের নিস্তব্ধতায়মনের আকাশ ঝলমল করে!দূর আকাশের চিত্রলেখাআসন পাতে শিয়রে!
অমন করে কী দেখো গো?ছিড়ে যায় যে অন্তর!তোমাকেই দেখছি কবি,কবিতার মতই সুন্দর!
দেখাদেখির কী আছে!আমি কি নতুন চিড়িয়া?তুমি আজও রসসিক্তচির রসিক বন্ধু রসিয়া!
মুখাবয়বে যায় যে বোঝাএখনো ফুটন্ত গোলাপ ফুল!মম চিত্ত বলে নিত্তফাগুনের ভালোবাসায় মশগুল!
বলি সাবধানে থেকোলাগবে পেঁচা-পেত্নির নজর!সর্বনাশা মধুর খেলায়উর্বশীরা অতি তৎপর!
নাহ, লাগবে না নজরআমি যে কৃষ্ণ কালো!শয়তান পালায় দর্শনমাত্রচায় যে নিজের ভালো!
কালো কৃষ্ণের জন্যই রাধাজল ভরতো যমুনার ঘাটে!নিকষ কালো আঁধার মাঝেইভোরের আলো ফোটে!
বচন অতি সহি বটেকৃষ্ণজির বেলায় খাটে!তার মত লীলায় মাতলেসবাই বলবে যে বখাটে!
বেশ তো হলো ছল-তামাশাঘুমাবে কখন বলো!না-কি চলবে হেয়ালি রাতভরজ্বালিয়ে মোমের আলো!
আমার ঘুম রাজার মতযার ঠিক-ঠিকানা নেই!মনের মত বন্ধু পেলেমাটিতে বিছাই চাটাই!
থাকো তুমি রাজার মতআমার যাবার সময় হলো;আঁখি খুলে দেখি চারিধারনিকষ কাজল কালো!
মোমের আলো জ্বেলে দেখিশিখায় তারই প্রতিচ্ছবি!এতো ভালোবাসার মাঝেওআমি বন্ধুহীন কেন ভাবি!
চারপাশের মানুষগুলোবাসে কতো না ভালো!আমার চোখে সবই সুহৃদভুবন ভরা আলো!
এসইউ/এএসএম