আবারো আইসিইউতে নেয়া হয়েছে চিত্রনায়িকা দিতিকে। দিতির কন্যা লামিয়া জানান, তার শরীরে সার্জারী করা প্রয়োজন। এ নিয়ে তৃতীয়বারের মতো অপারেশন হচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রীর। লামিয়া আরো বলেন, ‘মারাত্মক অবস্থা থেকে মাকে ফিরিয়ে আনতে আমরা সবাই চেষ্টা করছি। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’দিতি বর্তমানে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ফিরে আসুন দিতি তার প্রিয় অভিনয়ের আঙিনায়। তার শারীরিক সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছে জাগো নিউজ।এনই/এলএ