বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিতে বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে মৌচাক গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই কার্যালয়ের সামনে জড়ো হওয়া শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তবে দুপুর ২টা ৫০মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত র্যালিটি শুরু হয়নি।গত বছর বিজয় দিবসের র্যালি করার অনুমতি না পেলেও এবার অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির অনেক নেতাকর্মী।এমএম/এআরএস/পিআর