ইকবাল পারভেজ
গোপন প্রেম
চিঠির যুগ শেষ
বর্ণমালা এখন মুঠোফোন স্ক্রিনেখুঁজে চলে নির্দিষ্ট অবয়বফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা অনেকচুম্বন হতে পারে নিরাপদ মাধ্যম
তোমার দেওয়া নম্বরে কতবার চিঠি পাঠিয়েছি বারবার সংযোগহীন তুমি, বারবার ব্যর্থতা
একদিন দেখি এ আমার নিজেরই ঠিকানাদুঃখ পাইনি কিছু
এখন আমি নিজের সাথে নিজেই কথা বলি গোপনআমিই প্রেমিক আমিই প্রেমিকা।
****
কৃষ্ণবিবরের খামে
চাঁদের নিজস্ব আলো আছে আমরা বলি পূর্ণিমা
মানুষেরও আলো থাকেআমরা বলি আলোকিত মানুষ
যাদের আলো নেইতারা ভূতচোখ বন্ধ করে কেউ কেউবুঁদ হয়ে থাকেআলো হারিয়ে চাঁদ একদিনঅমাবস্যায় নিমজ্জিত হয়
আলোকিত মানুষও নিভে যায়সড়কবাতির মতোতখন অন্ধকারে ডুবে থাকে পথকৃষ্ণবস্তুতে পরিণত হয় মানুষ
আলো ও অন্ধকার হারিয়ে যায়কৃষ্ণবিবরের খামে
এসইউ/জিকেএস