কথা বলে মুগ্ধতা ছড়াতে জানেন। অভিনয়ে দেখিয়েছেন সাফল্য। নাচেও তার পারদর্শিতার প্রমাণ মিলেছে বহুবার। একজন গায়িকা হিসেবেও আলোচনার জন্ম দিয়েছেন।
অনেক গুণের তারকা নুসরাত ফারিয়া এবার আইন পাস করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি।
আজ এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন নুসরাত ফারিয়া।
খবরটি জানাতে গিয়ে জাগো নিউজের কাছেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘অবশেষে চার বছরের আইন শিক্ষা শেষ হলো। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার শিক্ষককেও ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা সহজ হয়েছে।’
‘আইন পাস করাটা শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি’- যোগ করেন নুসরাত ফারিয়া।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে শুটিং শেষ করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
View this post on InstagramA post shared by Faria (@nusraat_faria)
এলএ/এমএস