অমর একুশে বইমেলায় হোসেন আবদুল মান্নানের ‘একটুখানি চাকরি’ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় একাডেমির প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
বইটি সম্পর্কে লেখক হোসেন আবদুল মান্নান বলেন, নিজের জীবনের ছোট ছোট গল্প নিয়ে বইটি লেখা হয়েছে। এখানে বাংলা সাহিত্যের রূপ দিয়ে অভিজ্ঞতাগুলো প্রকাশ করার চেষ্টা করেছি। পাঠকরা এ বই থেকে বাস্তব জীবন নিয়ে জানতে পারবেন।
বইটির প্রকাশক ওসমান গণি বলেন, মাঠ পর্যায়ের নানা অভিজ্ঞতা লেখক এখানে তুলে ধরেছেন। এখানে সমাজের নানা চিত্র ওঠে এসেছে। এটি পড়ে পাঠকরা বাস্তব জীবন নিয়ে অনেকে কিছু জানতে পারবেন। তাদের ভালো লাগবে। সেইসঙ্গে লেখক হওয়ার জন্য যে সাহিত্যিক মানসিকতা সেটাও জানা যাবে।
মেলায় ১০ নম্বর প্যাভিলিয়নে আগামী প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ৬০০ টাকা।
আরএসএম/এমএএইচ/জিকেএস