অধ্যাপক ডা. মো. ফয়েজুল ইসলাম চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ ‘করোনা কাব্য’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।করোনাকালের চিত্র তুলে ধরে নানা ভাবনা ও বাস্তবতা কবিতার মাধ্যমে বইটি তুলে ধরেন লেখক।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, কাব্যগ্রন্থটির লেখক একজন চিকিৎসকই নয়, একজন গবেষকও। তার অনেক বই প্রকাশিত হয়েছে। সময়োপযোগী ও বাস্তবধর্মী লেখা লেখেন তিনি। তার এই কাব্যগ্রন্থও তেমনই একটি সময়োপযোগী লেখা।
সাবেক সচিব নুরুল ইসলাম বলেন, ডা. ফয়েজুল ইসলাম অনেক আগে থেকেই লেখালেখি করেন। এটি তার সাহিত্য ভাবনারই বহি:প্রকাশ। বইটি পড়ে পাঠকদের ভালো লাগবে আশা করছি।
বাংলা একাডেমির সচিব কবি আবু হান্নান বলেন, যে কাব্যগ্রন্থ প্রকাশিত হলো এটি সাহিত্য জগতের জন্য নতুন কিছু সংযোজন। করোনা সময়ের ভাবনা নিয়ে লেখা বইটি। তাই লেখক জনপ্রিয়তা পাবে এটাই প্রত্যাশা করি।
লেখক অধ্যাপক ডা. মো. ফয়েজুল ইসলাম চৌধুরী বলেন, লেখার চেষ্টা করি সব সময়। অনেকে আমাকে অনুপ্রেরণা দেয় লেখালেখির কাজে। কোনো লেখা প্রকাশ করতে গেলে সবাই সহযোগিতাও করে। এটি একজন লেখকের জন্য অনুপ্রেরণা।
বইটি শিমুল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ২৫০ টাকা মূল্যের বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। আর গ্রাফিক্স করেছেন সোহাগ হাসান।
আরএসএম/এমআরএম/জিকেএস