অমর একুশে গ্রন্থমেলার ২৪তম দিন পর্যন্ত মেলায় ইতিহাসভিত্তিক বই এসেছে ৫০টি। এরমধ্যে একদিনে সবচেয়ে বেশি ৮টি বই এসেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
করোনার কারণে গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবারের বইমেলা। অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম বই এসেছে এবারের বইমেলায়। বইমেলার ২৪তম দিন পর্যন্ত মোট বই এসেছে দুই হাজার ৪৬৭টি। এরমধ্যে সবচেয়ে বেশি ৭৮৬টি এসেছে কবিতার বই। আর উপন্যাস এসেছে ৩৭০টি। কবিতার বই বেশি এলেও বিক্রিতে এগিয়ে রয়েছে উপন্যাস।
মেলায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। এবারের বইমেলায় এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ২৪৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। তবে অন্যান্য বারের চেয়ে কিছু কম বই এসেছে এবারের বইমেলায়।
এদিকে মেলা শেষ হওয়ার আর এক সপ্তাহ বাকি। আজ (শুক্রবার) এবারের মেলায় সর্বশেষ ছুটির দিন পাচ্ছে পাঠক, লেখক ও প্রকাশকরা।
করোনা মহামারির কারণে এ বছরও দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে বইমেলা। শুরুতে ঘোষণা ছিল, মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় লেখক, পাঠক ও প্রকাশকদের চাওয়া মেটাতে মেলার সময় বাড়ানো হয়েছে আরও ১৭ দিন। অর্থাৎ, আগামী ১৭ মার্চ পর্দা নামবে মাসব্যাপী এ প্রাণের মেলার।
আরএসএম/এমকেআর