মো. রহমত উল্লাহ
বিশ্ব মূল্যস্ফীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। ফলে অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তাই আমদানিনির্ভরতা কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে শিক্ষা উপকরণও। মৌলিক চাহিদার অনেক কিছুই আমাদের আমদানি করতে হয়।
ব্যয় সংকোচন নীতি একটি কার্যকরী পদক্ষেপ। জনসচেতনতা ছাড়া বিশ্বমন্দা মোকাবিলা করা সম্ভব নয়। তাই অপ্রয়োজনীয় ব্যয় পরিহারে সবার দায়িত্বশীল হওয়া জরুরি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। উদ্বেগ-উৎকণ্ঠায় অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক গতিতে বাড়ছে শিক্ষাসামগ্রীর দাম। ফলে শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতায় ঘটছে ছন্দপতন। যে কারণে প্রকাশনা শিল্পেও চলছে চরম অস্থিরতা।
এ দেশের প্রকাশনা সংস্থাগুলো প্রজন্ম থেকে প্রজন্মের কাছে প্রকাশনার মাধ্যমে তুলে ধরেছে—বাঙালির ইতিহাস-ঐতিহ্য, ভাষাচর্চা, সাহিত্য-সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষা-আন্দোলন ও বাঙালি কৃষ্টি-কালচার। এসব ধারণ করেই স্বগৌরবে দাঁড়িয়ে আছে এ শিল্প।
প্রকাশনা শিল্পের আদর্শ-উদ্দেশ্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় পাঠাভ্যাস গড়ে তোলা। বিকশিত করা শিশুর মেধা-মনন। নতুন প্রজন্ম বেড়ে উঠুক আলোকিত মানুষ হয়ে। আলো ছড়িয়ে যাক চারিধারে। গড়ে উঠুক সোনার বাংলা।
আজ সেই প্রকাশনা শিল্পের দুরবস্থা চলছে। প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এ শিল্পের উন্নয়ন অগ্রযাত্রা। বাধা সৃষ্টি হচ্ছে জ্ঞানচর্চায়। ভেঙে পড়েছে পাঠাভ্যাস কর্মসূচি। মুখ থুবড়ে পড়বে প্রজন্মের মেধা বিকাশের সুযোগ, যা একটি জাতির জন্য খুবই ভয়ংকর দুঃসংবাদ।
যুগে যুগে মানুষ জ্ঞান অর্জনের মাধ্যমে, মেধা-মনন খাটিয়ে শৈল্পিক-প্রয়াসে, সৃজনশীলতা দিয়ে গড়ে তুলেছেন আজকের এই তথ্যপ্রযুক্তির বিস্ময়কর বিশ্ব।
আধুনিক বিশ্বের বিভিন্ন উন্নয়ন ও পরিবর্তন সম্ভব হয়েছে মানুষের জ্ঞান-বিজ্ঞানের নানা আবিষ্কারের মাধ্যমে। সবকিছুই সম্ভব হয়েছে শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞান অর্জনের কল্যাণে। এ জন্যই বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সব উন্নয়ন অগ্রগতির উৎস। যে জাতি যত বেশি শিক্ষিত; সেই জাতি তত বেশি উন্নত এবং সমৃদ্ধ।
অথচ আজ শিক্ষা উপকরণের মূল্য সীমাহীন গতিতে বাড়ছে। যে কারণে প্রকাশনা শিল্পও চরম দুর্দিন অতিক্রম করছে। মহাদুশ্চিন্তায় দেশের প্রকাশনাখাত। এভাবে লাগামহীন মূল্যবৃদ্ধি চলতে থাকলে প্রকাশনা শিল্প টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।
বাংলাদেশ বিশ্বে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জ্ঞান-বিজ্ঞানের চর্চার বিকল্প নেই। ‘পড়িলে বই আলোকিত হই/ না পড়িলে বই অন্ধকারে রই‘—এ স্লোগান সামনে রেখে শিক্ষাখাতে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা উপকরণের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রেখে জ্ঞান অর্জন সহজলভ্য করার জন্য সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
লেখক: প্রকাশক, স্বরবৃত্ত প্রকাশন।
এমএমএফ/এসইউ/এমএস