সাহিত্য

সিবগাতুর রহমানের কবিতা: আমাদের বুবু

সত্যি বলছি বুবু গো তোমায় অনেক ভালোবাসি,আদরের ছোট্ট রাসেল হয়ে বারবার ফিরে আসি।

পিতাহারা এই জাতির মাথায় তুমি বুলিয়েছো হাত,তোমার সঙ্গ ছেড়ে দেবো বলোআমরা কি সেই জাত?

পিতা-মাতাহীন এ জাতি যখনভুলে ছিল অধিকার,তখনই তুমি জাতিকে দিয়েছো নতুন অঙ্গীকার।

‘বাবার স্বপ্নের সোনার বাংলা গড়বোই গড়বো,দুঃখী মানুষের অধিকার নিয়ে আজীবন লড়বো।’

সেই থেকে তুমি আমাদের বুবুআমাদের প্রিয়জন,কোটি বাঙালির গর্বের ধনবাঙালির প্রাণ-মন।

পতাকার বুকে আঘাত করে শকুন কুলাঙ্গার,তোমার জীবন কেড়ে নিতে চায় বাংলাতে বারবার।

আজও বোঝেনি পিশাচের দল তুমি মৃত্যুঞ্জয়ী,তুমি গৌরব দেশের রত্নতুমি দৃঢ় প্রত্যয়ী।

নির্ভয়ে বুবু যাও গো এগিয়ে উঁচু রেখে তব শির, তুমি বাংলার বাংলা তোমারতুমিই বিজয়ী বীর।

তোমাকে ঘিরে ছিলাম আমরা থাকবো যে আজীবন,আমরা তোমার রাসেল জেনোতোমারই প্রিয়জন।

যতই আসুক বিষম বিপদভেবো না গো তুমি আর,তোমার প্রগতি সংহার করেএমন সাধ্য কার?

এসইউ/জেআইএম