গুহাচিত্র
এক লুকানো গুহায় দেওয়ালচিত্রপিঁপড়ে আর চামচিকার বসবাস।
পাখি আঁকা, নদী গাছপালাও আছে তাতেউবুড় হয়ে বাঁদুড়ের দলশতাব্দী-প্রাচীন রেখায় আঁকা, ভেঙে গেছে দেওয়ালএবড়োখেবড়ো আঁকাগুলো
যেন ক্ষত-বিক্ষত।
দেওয়ালে হঠাৎই আবিষ্কার করলাম মানুষের খুলিচন্দ্রাহত আলোয়—এ ভ্রান্তি নাকি মরীচিকা।
****
গোলাপ ডাকেনি
আমার জীবনে একটা গোলাপ ছিলপাপড়িও ছিল এবং ঘ্রাণও ছিল।শুকিয়ে গেছে কয়েক প্রজন্ম তারহাক ছেঁড়ে কেঁদেছি অনেকবারকিন্তু থেকেছি অবহেলায়ডাকেনি গোলাপ।
সুরাসক্ত জীবনের দিকে ফিরেছি আবার।
****
অবিশ্বাসের স্মৃতিরা
যেখানে তুমি হারিয়ে গিয়েছিলে সেখান থেকেইঘরে ফিরেছিঅনেক স্মৃতি ভাসে, কিন্তু মনে নেইআমি জানি,অবিশ্বাসের স্মৃতিদের মনে করতে নেই।
এক বছর পরঅর্ধযুগ পরবারো বছর পরস্মৃতিরা আবছা হয়েছে,জানি, অবিশ্বাসের স্মৃতিদের ডানা দিতে নেইযা চলে যায় তা চলেই যায়ছোড়া-তীর আর ফিরে আসে না!
এসইউ/জিকেএস