‘কী আছে জীবনে আমার’ গান গেয়ে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করা মরমী গানের শিল্পী ইব্রাহীম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। আজ (১৭ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান।
জাগো নিউজকে গীতিকার দেলোয়ার আরজুদা শরফ শিল্পী মো. ইব্রাহীমের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, আজ বাদ আসর রাজধানীর মিরপুরে এই শিল্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মো. ইব্রাহীম আশির দশকে গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তিনি ১৯৭২ সাল থেকে সংগীত সাধনায় নিয়োজিত ছিলেন।
তার গাওয়া আশির দশকের জনপ্রিয় ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এখনো এই গানগুলো অনেকেই গান। তার গানের অনেক ভক্ত শ্রোতা রয়েছে।
এমআই/এমএমএফ/এমএস