ধর্ম

হাঁচি বা হাই আসলে কী করবেন?

হাঁচি দেওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর হাই তোলাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে ওঠে এসেছে। কিন্তু হাঁচি ও হাই আসলে করণীয় কী?

হাঁচি দেওয়াহাঁচিদাতা হাঁচি দেওয়ার পর পড়বে ‘আলহামদুলিল্লাহ’। আর যে ব্যক্তি শুনবে সে পড়বে ‘ইয়ারহামুকাল্লাহ’। হাঁচিদাতা ‘ইয়ারহামুকাল্লাহ’ শুনার পর আবার পড়বে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউছলিহু বালাকুম’। আর যদি হাঁচিদাতা “আলহামদুলিল্লাহ” না বলে তাহলে “ইয়ারহামুকাল্লাহ” বলার বিধান নেই। হাঁচি সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ “‘তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন ‘আলহামদুলিল্লাহ’ (الحَمْدُ لِلَّهِ) বলে এবং তার সঙ্গী মুসলমান ভাই অথবা বলেছেন সঙ্গী ব্যক্তি যেন ‘ইয়ারহামুকাল্লাহ’(يَرْحَمُكَ اللَّهُ) বলে জবাব দেয়। আর যখন জবাবদাতা হাঁচিদাতাকে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে, তখন হাঁচিদাতা যেন ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুছলিহু বালাকুম’ (يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ) বলে।’ (বুখারি ৬২২৪)

হাই তোলাইচ্ছেকৃতভাবে হাই তোলা ভালো নয়। হাইকে যথা সম্ভব রুখে রাখার চেষ্টা করা উচিত। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইকে রুখে দেওয়ার কথা বলেছেন। তবে হাই যদি এসেই যায়, তাহলে মুখে হাত দিয়ে রাখবে। যাতে মুখ খোলা না থাকে। এটাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো পদ্ধতি। হাদিসে পাকে এসেছে-হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কারো হাই আসে, তখন সে যেন নিজের হাত দ্বারা মুখ বন্ধ করে রাখে। নতুবা শয়তান তার মুখের ভিতরে চলে যায়।’ (মুসলিম ২৯৯৫) হজরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ‘আল্লাহ পাক হাঁচি দেওয়াকে পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন; সুতরাং তোমাদের কেউ হাঁচি দিলে এবং ‘আলহামদুলিল্লাহ’ বললে এমন প্রত্যেক মুসলমানের উপর ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা বাধ্যতামূলক হয়ে যায়, যে হাঁচিদাতার ‘আলহামদুলিল্লাহ’ বলা শুনেছে। আর হাই তোলা হল শয়তানের প্রভাব দ্বারা কৃত। অতএব যখন তোমাদের কারো হাই আসে তখন যথাসাধ্য তা প্রতিরোধ করবে। কেননা, কেউ হাই তোললে অর্থাৎ মুখ হা করলে শয়তান বিদ্রুপের হাসি হাসে।’ (বুখারি ৬২২৩)

এমএমএস/এমএস