চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যে প্রথম প্রকাশ’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস কোনটি?উত্তর : বিশ শতকের মেয়ে।২. প্রশ্ন : ‘বিশ শতকের মেয়ে’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৫৮ সাল। ৩. প্রশ্ন : নূরুল মোমেনের প্রথম নাটক কোনটি?উত্তর : নেমেসিস।৪. প্রশ্ন : ‘নেমেসিস’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৪৮ সাল। ৫. প্রশ্ন : ফররুখ আহমদের প্রথম কাব্য কোনটি?উত্তর : সাত সাগরের মাঝি।৬. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৪৪ সাল। ৭. প্রশ্ন : মুনীর চৌধুরীর প্রথম নাটক কোনটি?উত্তর : রক্তাক্ত প্রান্তর।৮. প্রশ্ন : ‘রক্তাক্ত প্রান্তর’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৩৬৮ বঙ্গাব্দ। ৯. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষাগ্রন্থ কোনটি?উত্তর : ভাষা ও সাহিত্য।১০. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর ‘ভাষা ও সাহিত্য’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৩১ সাল। ১১. প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?উত্তর : মন্দির।১২. প্রশ্ন : ‘মন্দির’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯০৫ সাল। ১৩. প্রশ্ন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?উত্তর : পথের পাঁচালী।১৪. প্রশ্ন : ‘পথের পাঁচালী’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯২৯ সাল। ১৫. প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?উত্তর : ঝরা পালক।১৬. প্রশ্ন : ‘ঝরা পালক’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯২৮ সাল। ১৭. প্রশ্ন : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?উত্তর : পদ্মা নদীর মাঝি।১৮. প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৩৬ সাল। ১৯. প্রশ্ন : বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?উত্তর : কেয়ার কাঁটা।২০. প্রশ্ন : ‘কেয়ার কাঁটা’ কত সালে প্রকাশিত হয়?উত্তর : ১৯৩৭ সাল।এসইউ/পিআর