বিনোদন

বৃহন্নলার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল জুরি বোর্ড

অবশেষে টনক নড়েছে সরকারের। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ তে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘বৃহন্নলা’। পাশাপাশি ছবিটি সেরা কাহিনি ও সেরা সংলাপ রচনা বিভাগে পুরস্কার পেতে যাচ্ছেন মুরাদ পারভেজ।কিন্তু পুরস্কার ঘোষণার পরপরই মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ছবিটির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠে। দাবি করা হয় ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্প অবলম্বনে। অথচ মুরাদ পারভেজে নিজেই ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বলে প্রচার করেছেন। গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। আর তাই ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ এর জুরি বোর্ডের চেয়ারম্যান এস এম হারুন-অর রশিদ।তিনি গণমাধ্যমে বলেন, ‘ছবিটি ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান লাভ করে। তখন একটি স্টাম্পে ছবির নির্মাতা লিখিত দেন যে ছবির গল্পটি মৌলিক। এখন যে অভিযোগ উঠেছে, তা যাচাই বাছাই শেষে যদি প্রমাণিত হয় তিনি মৌলিক গল্পে ছবি নির্মাণ করেননি, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আর এটাই তো স্বাভাবিক। নইলে জুরি বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। একজনের অপরাধের জন্য এমনটি হতে দেয়া যায় না।’হারুন-অর রশিদ আরো বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ‘বৃহন্নলা’র সংবাদটি প্রকাশের পরপরই আমি মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করি। এমন কী ২-৩ জনকে নিয়ে একটি কমিটি করে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্প পড়ার পর ছবিটি দেখার জন্য অনুরোধও করেছি।’তবে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখানে চলচ্চিত্র বিষয়ক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বৃহন্নলা নিয়ে তদন্তের কোনো রকম চিঠি তারা পাননি। এ বিষয়ে কোনো নির্দেশনা বা অনুরোধ আসলে অবশ্যই সেটি খতিয়ে দেখা হবে।এলএ/পিআর