চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বেনজির আহমেদ (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বেনজির আহমেদ জেলার শিবগঞ্জ উপজেলার গাইপাড়া গ্রামের বুধু মিয়ার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনায়েদ আলম খান জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বেনজির জহুরপুর সীমান্ত পিলার ১৬/৪ এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি করে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এসে গোপনে চিকিৎসা নেয় এবং ভোরে মারা যান। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হবে বলেও তিনি জানান। আব্দুল্লাহ/জেএইচ/এসএস/পিআর