জাতীয়

উত্তরায় দগ্ধ সুমাইয়া লাইফ সাপোর্টে

রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া খানমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাত ১২টায় থেকে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন ডাক্তাররা। এর আগে গত মঙ্গলবার অপেক্ষাকৃত ভালো চিকিৎসার জন্য  সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সুমাইয়ার দেবর মাহমুদুল হাসান জানিয়েছেন, মুলত তিনি ক্লিনিক্যাল ডেথ। তবে চিকিৎসকরা বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন।     উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সুমাইয়া (৯০ শতাংশ দগ্ধ) ও তাঁর পরিবারের সবাই। আগুনে দগ্ধ হয়ে তার ছোট ছেলে জায়ান বিন নাওয়াজ এবং বড় ছেলে শালীন বিন নাওয়াজ শুক্রবারই মারা যায়। ঘটনার পরের দিন শনিবার বিকেলে মারা যান শাহনাওয়াজ। মেজো ছেলে জারিফ বিন নাওয়াজ (৬ শতাংশ দগ্ধ) সিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। জেইউ/এএইচ/এমএস