চার বছর পর আবারো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। এবার ভারতকে হারালে বাংলাদেশ পাবে প্রথম বড় কোনো শিরোপা জয়ের স্বাদ। তাই ম্যাচটির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।ক্রিকেটে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশে বিভিন্নভাবে নিজেদের সাজিয়েছে এই প্রেমীরা। তারই অংশ হিসেবে সবাই কিনছেন দেশের পতাকা। কেউবা নিজেকে রাঙ্গিয়ে নিচ্ছেন পতাকার রঙেও।স্টেডিয়াম এলাকায় অসংখ্য পতাকা বিক্রেতারা ছোট বড় বিভিন্ন মাপের পতাকায় বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। যেন পতাকা বিক্রির ধুম পড়েছে।এএস/এসএইচএস/পিআর