দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। আজ (১৭ এপ্রিল) ছেলের জন্ম হয়েছে- ফেসবুকে এ খবর শেয়ার করেছেন তিনি।
ফেসবুকে সন্তানের ছবি পোস্ট করে সাজু খাদেম লিখেছেন, দীর্ঘ নয় মাস মাতৃগর্ভ বাসে পর আজ সকাল ১০টা ৩০ মিনিটে পৃথিবীর আলোয় এলো আমাদের দ্বিতীয় পুত্র সন্তান। সবার শুভ কামনা অব্যাহত থাকুক।
রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ছেলের জন্ম হয়। ছেলের নাম রাখা হয়েছে চিত্র।
উল্লেখ্য, সাজু খাদেমের প্রথম ছেলের নাম পট। ছোটপর্দা দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। তারপর অভিনয় করেছেন বেশ কটি চলচ্চিত্রেও। তার অভিনয় মুগ্ধ করেছে নাটক-ছবির দর্শকদের।
এমআই/এমএমএফ/জেআইএম