বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাউন্সিল নিয়ে সরকার বিভিন্নভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে, যাতে আমাদের মধ্যে কেউ নমিনেশন সাবমিট করে তাদের বিরুদ্ধে। কিন্তু নেতাকর্মীরা তাদের উপর আস্থা রেখে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন।মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ২০০৭ সালের ৭ মার্চ সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির দায়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে। এ দিনটি বিএনপি তারেক রহমানের কারাবরণ দিবস হিসেবে পালন করে আসছে। বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দাবি করে রিজভী বলেন, বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। খালেদা-তারেকের নাম শুনলে তার বুক ফেটে যায়, চিৎকার শুরু করে। আর এ কারণে, তিনি আবোল-তাবোল ও অসভ্য কথাবার্তা বলছেন। দেশে সত্যিকার ন্যায়বিচার থাকলে তিনি হতেন গুম, খুন, অপহরণের প্রধান আসামি। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রসঙ্গে তিনি বলেন, এ মামলা তো আওয়ামী লীগের মামলা, তারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এ মামলা দিয়েছে। আপনি (শেখ হাসিনা) ক্ষমতায় এসে তাদের নাম ঢুকিয়েছেন। এটা জনগণের মামলা নয়।আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।এএস/এনএফ/এবিএস