ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের বোমা হামলায় তিন যুবক আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বিল কেন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আবদুর রহমান (২৮), নিয়ামুল (২২) ও আলিম (২৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।আহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন দরেই বিল কেন্দুয়া গ্রামের খাঁ গোষ্ঠির লোকজনদের সঙ্গে একই গ্রামের একরাম উদ্দিন গোষ্ঠির লোকজনদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। আর এরই জের ধরে বুধবার রাতে একরাম উদ্দিনের গোষ্ঠির তিন যুবক একটি কক্ষে বসে খেলা দেখার সময় খাঁ গোষ্ঠির কয়েকজন সমর্থক হাতবোমা ছুঁড়ে। এসময় ওই তিন যুবক গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন তাদের ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।আজিজুল আলম আলম সঞ্চয়/এআরএ/বিএ