রাজনীতি

তৃতীয় দফায় আ.লীগের ৩০০ প্রার্থী চূড়ান্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় দফায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের এক সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।তালিকায় থাকা প্রার্থীদের নাম আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয় থেকে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।সভায় আগামী ১৯ মার্চ (শনিবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।ওই বৈঠকে ২৮ মার্চ দলের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বনির্ধারিত তারিখের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এএসএস/বিএ