খেলাধুলা

তামিম-সৌম্যে দুরন্ত সূচনা

বৃষ্টির ওভারে কার্টেল ওভারের খেলা। ম্যাচ হবে মাত্র ১২ ওভারের। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই ১২ ওভারেই বড় রানের লক্ষ্য দাঁড় করিয়ে দিতে হবে আয়ারল্যান্ডের সামনে। সে লক্ষ্যেই ব্যাট করছেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।প্রথম ওভার থেকে দু’জন মিলে নিয়েছেন মাত্র ৪ রান। এ ওভারের ৪র্থ বলেই বড় বাঁচা বেঁচেছেন সৌম্য সরকার। আকাশে ক্যাচ তুলে দিয়েছিলেন। মিড উইকেটে ম্যাকব্রাইন হাতে নিলেও তালুবন্ধী করে রাখতে পারেননি। ফলে বেঁচে গেলেন সৌম্য। দ্বিতীয় ওভারেই পিটুনি শুরু। তামিম আর সৌম্য মিলে নিলেন এ ওভার থেকে ১৬ রান। তৃতীয় ওভারেও তামিম ইকবাল অ্যান্ড শো। পর পর দুই বল করলেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি ছাড়া। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩ ওভার শেষে ৩৩। তামিম ২৩ এবং সৌম্যের রান ৪। আইএইচএস/এবিএস