পাকিস্তান ক্রিকেটে একে অপরের সমালোচনার ঘটনা নতুন কিছু না। এবার সে তালিকায় নতুন যোগ হলেন জাভেদ মিয়াদাদ এবং শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসে বেফাঁস মন্তব্য করার কারণে আফ্রিদির সমালোচনা করেছেন তারই স্বদেশী সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ। ভারতে এসে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছিলেন, ‘আমরা পাকিস্তানের চেয়ে এখানে এসে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। পাকিস্তানের চেয়ে বেশি ভালোবাসা পাই ভারতে।’ এ মন্তব্যের পরেই পুরো পাকিস্তান আফ্রিদির সমালোচনা করে। মিয়াদাদ বলেন, ‘ভারত আমাদের জন্য কি করেছেন? যখন আমরা ভারতে খেলেছি তখনও কি করেছে? সত্যিটা বল। গত পাঁচ বছর পাকিস্তানের ক্রিকেটের জন্য ভারত কি করেছে? পাকিস্তান ক্রিকেটকে অনেকদিন যাবৎ সার্ভিস দিয়ে আসার জন্য আফ্রিদির মত ক্রিকেটারের কাছ থেকে এটা একদম ই আশা করি নি। আমি খুব মর্মাহত হয়েছি তার কথায়।’‘তাদের কাজ হল সেখানেগিয়ে দলের হয়ে ক্রিকেট খেলা। অপ্রয়োজনীয় কোন মন্তব্য না করা।’ আফ্রিদির পাশাপাশি শোয়েব মালিকও একই ভাষায় কথা বলেন সাংবাদিকদের সাথে। ভারতে গিয়ে খেলতে যাওয়ার মানে এই নয় যে, সেখানে যেয়ে তাদের গুণগান গাইতে হবে। পাকিস্তানে সাবেক টেস্ট ওপেনার মহসিন খানও আফ্রিদি এবং মালিকের এমন উক্তিতে হতবাক হয়েছেন। তিনি বলেছেন, ‘তারা দলের অভিজ্ঞ ক্রিকেটার। তাদের বুঝেশুনে সবসময় কথা বলা উচিত বিশেষ করে ভারতে খেলতে যাওয়ার সময়।’আরআর/এআরএস/আরআইপি