সরকারকে ফের সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান। খালেদা বলেন, ক্ষমতায় যাওয়ার উদ্যেশ্য সংলাপ নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংলাপের আহ্বান জানাচ্ছি। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে সংলাপ জরুরি। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আবারো সংলাপের কথা বলছি।সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, এতে সবার মঙ্গল।বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী কাউকে হেনস্থা করা হবে না বলেও এসময় আশ্বস্ত করেন খালেদা।এমএম/এএইচ/এবিএস