বিশ্বকাপে আবারো ভারতের কাছে হারলো পাকিস্তান। ইডেনে ছিল ইতিহাস বদলানোর লড়াই। দু’দলের সামনেই ছিল ইতিহাস গড়ার মিশন। পাকিস্তান পারেনি, ভারত পেরেছে।প্রথমবারের মতো ইডেনে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর বিশ্বকাপে এ নিয়ে মোট ১১ ম্যাচে ভারতের কাছে হারলো পাকিস্তান। সবচেয়ে বড় কথা, আবারো বিরাট কোহলির কাছে হেরেছে পাকিস্তান।১৮ ওভারে মাত্র ১১৯ রানের লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপদে পড়লেও, বিরাট কোহলির ব্যাটে ১৫ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত।একই সঙ্গে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকলো স্বাগতিকরা।ইডেন গার্ডেনে এর আগে মোট চারবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। চারবারই জিতেছে পাকিস্তান। যে কারণে পাকিস্তানিরা এবার প্রত্যাশা করছিল, ইডেনে তাদের আগের ইতিহাসকে পুঁজি করেই বিশ্বকাপের ইতিহাস বদলে দেবে; কিন্তু বিশ্বকাপে ভারত যে অজেয় পাকিস্তানের কাছে, সেটা যেন এক চিরন্তন সত্য। এ সত্য যেন বদলানোর কোনো সুযোগ নেই। সুতরাং, এবারো পারলো না পাকিস্তান। অমিত সম্ভাবনা নিয়েও হারতে হলো তাদের।বৃষ্টির কারণে কেটে নেয়া হলো ২ ওভারের খেলা। ফলে ম্যাচ দাঁড়ালো ১৮ ওভারের। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ১১৯ রান। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাচে হারের ফলে এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে। হারলেই বিপদ। সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ছুড়ে দেয়া ১১৮ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদেই পড়েছিল ভারত।পাকিস্তানের মতো ইডেন গার্ডেনের উইকেট থেকে ভারতীয়রাও রান তুলতে পারছিল না। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এরপরই ঘুরে দাঁড়ান বিরাট কোহলি এবং যুবরাজ সিং জুটি। এই জুটি থেকে আসে ৬১ রান। ৮৪ রানের মাথায় যুবরাজ আউট হয়ে গেলেও শেষ দিকে ব্যাট করতে নেমে ধোনির ৯ বলে ১৩ এবং কোহলির শেষ পর্যন্ত অপরাজিত ৫৫ রানের ওপর ভর করেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।এর আগে ভারতের উদ্বোধনী জুটিতে আঘাত হানেন মোহাম্মদ আমিরই। তৃতীয় ওভারের (নিজের দ্বিতীয় ওভার) প্রথম বলেই রোহিত শর্মাকে শোয়েব মালিকের ক্যাচে পরিণত করেন আমির। ১১ বলে ১০ রান করে ফিরে যান শর্মা।ইনিংসের পঞ্চম ওভারেই মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে যান অপর ওপেনার শিখর ধাওয়ান। সামির বলে বোল্ড হয়ে যান আরেক ইনফর্ম ব্যাটসম্যান সুরেশ রায়নাও। কোনো রান না করেই ফিরতে হয়েছে রায়নাকে। পর পর দুই উইকেট হারিয়েই মূলত চাপে পড়ে ভারত।তবে কোহলি আর যুবরাজের জুটিতেই ঘুরে দাঁড়ায় ভারত। যুবরাজ আউট হন ২৩ বলে ২৪ রান করে। কোহলির ইনিংস সাজানো ছিল ৩৭ বলে ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কায়। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কার জিতলেন কোহলিই।এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে খুবই মন্থর গতিতে শুরু করেছিল পাকিস্তান। রান বাড়ানোর জন্য আফ্রিদি তিন নম্বরে ব্যাট করতে নেমেও কোনো লাভ হয়নি। বরং, ১৪ বল নষ্ট করে রান করেছেন মাত্র ৮টি।উমর আকমল ১৬ বলে ২২, শোয়েব মালিক ১৬ বলে ২৬ রান না করলে পাকিস্তানের সংগ্রহ ১০০’ও পার হতো না। আহমেদ শেহজাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে পাকিস্তান।আইএইচএস/বিএ