খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকলাইন সজিবের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীবের। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরম্যান্স করে একাধিকবার বাংলাদেশের প্রাথমিক দলে ছিলেন এ তারকা।অবশেষে আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়ায় কপাল খুলে গেলো এ স্পিনারের। বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন তিনি। বাংলাদেশ দলে ৫৫তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন রাজশাহীর এ ক্রিকেটার।আন্তর্জাতিক কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে ৩২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আর তাতে ৩৪ উইকেট নিয়েছেন এ বাঁ-হাতি। এছাড়াও ৫৯টি লিস্ট এ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭১টি। তবে ফাস্ট ক্লাস ম্যাচে দুর্দান্ত বোলিং রেকর্ড রয়েছে তার। ৬৯ টি ম্যাচ খেলে ৩০৩টি উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী তারাকা।আরটি/আইএইচএস/আরআইপি