চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের সবকটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। রাতে ভোট গনণা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তরা। তবে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে দুপুর ১২টায় সীতাকুন্ডের সবকটি ইউনিয়নে ভোটবর্জন করে বিএনপি। সীতাকুণ্ডে নির্বাচিতরা হলেন- ৯নং সৈয়দপুর ইউনিয়নে আওয়ামী লীগের তাজুল ইসলাম নিজামী (১৫,২৪৩ ভোট), বারৈয়াঢালা ইউনিয়নে আওয়ামী লীগের রেহান উদ্দিন রেহান (১৫,২২৩ ভোট), মুরাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাহেদ হোসেন নিজামী বাবু (৯,৮২৪ ভোট), বাড়বকুণ্ড ইউনিয়নে আওয়ামী লীগের সাদাকাত উল্ল্যাহ মিয়াজি (১৩,৪৮২ ভোট), বাঁশবাড়ীয়ায় আওয়ামী লীগের শওকত আলী জাহাঙ্গীর (৯,৩৪৮ ভোট), কুমিরায় আওয়ামী লীগের মোরশেদ হোসেন চৌধুরী (১৭,৩৮৮ ভোট), সোনাইছড়ির মনির আহম্মদ (১৮,৭৫৪ ভোট), ভাটিয়ারীতে আওয়ামী লীগের মো. নাজিম উদ্দিন (২৩,০০৯ ভোট), ছলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. সালাউদ্দিন আজিজ (১৮,৪১৯ ভোট)।মিরসরাইয়ে বিজয়ীরা হলেন- ২ নং হিঙ্গুলী ইউনিয়নের নাসির উদ্দিন হারুন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে মকছুদ আহম্মদ চৌধূরী, ৪ নং ধুম ইউনিয়নে মো. জাহাঙ্গীর, ৫ নং ওচমানপুর ইউনিয়ন মফিজ উদ্দিন, ৬ নং ইছাখালী ইউনিয়নে নুরুল মোস্তফা, ৭নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নং দুর্গাপুর ইউনিয়নে আবু সুফিয়ান বিপ্লব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে এমরান উদ্দিন ও ১৬নং সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরসরাইয়ের ৯টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। ভোট যুদ্ধে ২০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ৫৬ জন, সাধারণ সদস্য পদে ১৮১ জন প্রার্থী অংশ নেন। ভোটের ফলাফলে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থীরাও বিজয়ী হয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। দিনভর ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।এদিকে, জাল ভোট, কেন্দ্র দখল ও হামলার অভিযোগ এনে মিরসরাইয়ের সবকটি ইউপিতেই নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। কেন্দ্রীয়ভাবেও দলটি নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। জীবন মুছা/এনএফ/আরআইপি