দেশজুড়ে

বর্ষবরণের কেনাকাটায় ব্যস্ত সাতক্ষীরাবাসী

বর্ষবরণের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মানুষ। পরিবার পরিজন নিয়ে ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে নানা রঙের নতুন পোশাকে নিজেকে সাজাতে ভিড় করেছে বিপণী বিতানগুলোতে। বাঙালির উৎসবের এ দিনটিকে রঙিন করতে লাল-সাদা, নীলসহ বাহারি রঙে নিজেকে সাজাতে খুঁজে ফিরছেন পছন্দের পোশাকটি। অন্যদিকে, বর্ষবরণকে ঘিরে দোকানিদের প্রস্তুতির কমতি নেই। জমকালো পাঞ্জাবি, দৃষ্টিনন্দন শাড়ি আর জামায় ফুটিয়ে তুলেছেন বাঙালি ঐতিহ্যকে। বেশি প্রাধান্য পেয়েছে দেশীয় পোশাক। দেশীয় ফ্যাশন হাউজে ব্যস্ততা একটু বেশি। পোশাকের সঙ্গে মিলিয়ে দেশীয় গহনা কিনছেন নারীরা। বিপনী বিতানগুলোতে তরুণ তরুণীদের উপচেপড়া ভিড়ের মধ্যে পিছিয়ে নেই বাচ্চারাও। তারাও তাদের পছন্দের পোশাক ঘুরে ফিরে কিনছে। বিক্রেতারা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে দেশীয় সব পোশাক কালেকশনে রেখেছি। আশা করছি শেষ মুহূর্তে আমাদের বিক্রয়ের টার্গেট পূরণ হবে। তবে তরুণ-তরুণী ও বাচ্ছাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। তাছাড়া বর্ষবরণকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।এসএস/পিআর