চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।এসব ইউনিয়নে নির্বাচিতরা হলেন :-ইউনিয়নের নাম : ১নং বালিথুবা পশ্চিম বিজয়ী : সফিকুর রহমান (আ.লীগ)ইউনিয়নের নাম : ২নং বালিথুবা পূর্ব বিজয়ী : হারুন অর রশিদ (আ.লীগ বিদ্রোহী)ইউনিয়নের নাম : ৩নং সুবিদপুর পূর্ববিজয়ী : মাওলানা শারাফাত উল্যা (আ.লীগ)ইউনিয়নের নাম : ৫নং গুপ্টি পূর্ব বিজয়ী : আব্দুল গনি বাবুল পাটওয়ারী (আ.লীগ)ইউনিয়নের নাম : ৬নং গুপ্টি পশ্চিম বিজয়ী : আবুল কালাম ভূইয়াইউনিয়নের নাম : ৭নং পাইকপাড়া উত্তর বিজয়ী : আলী আক্কাছ ভূইয়া (আ.লীগ)ইউনিয়নের নাম : ৮নং পাইকপাড়া দক্ষিণ বিজয়ী : শওকত হোসেন (আ.লীগ)ইউনিয়নের নাম : ৯নং গোবিন্দপুর উত্তর বিজয়ী : সৈয়দ চৌধুরীইউনিয়নের নাম : ১২নং চরদুঃখিয়া পশ্চিম বিজয়ী : হাসান আ. হাই (আ.লীগ)ইউনিয়নের নাম : ১৫নং রুপসা উত্তর বিজয়ী : ওমর ফারুকী (আ.লীগ)ইউনিয়নের নাম : ১৬নং রুপসা দক্ষিণ বিজয়ী : ইসকান্দর মিয়াইউনিয়নের নাম : ৪নং সুবিদপুর পশ্চিম বিজয়ী : মহসীন হোসেন (আ.লীগ)ইউনিয়নের নাম : ১০নং গোবিন্দপুর দক্ষিণ বিজয়ী : আব্দুল হান্নান (আ.লীগ)এদিকে, ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি। ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি