দেশজুড়ে

করিমগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছন। নিহত রুক্কু মিয়া (৩৫) ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। সোমবার বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি করিমগঞ্জের চামড়া বন্দরে যাচ্ছিল। পথিমধ্যে করিমগঞ্জ-চামড়া সড়কের রৌহা এলাকায় বিপরীত দিকে থেকে আসা ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী রুক্কু মিয়া। এসময় আহত হন সিএনজির অপর পাঁচ যাত্রী। আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস ও সিএনজিটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন মাইক্রোবাসের চালক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি