দেশজুড়ে

কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় আ.লীগ কর্মী নিহত

কুষ্টিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মাসুদ করিম লাল্টু মোল্লা (৪২) নামে একজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত মাসুদ করিম লাল্টু মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের সোহরাব উদ্দিন মোল্লার ছেলে ও বিদ্রোহী প্রার্থী সিরাজ উদ্দিনের সমর্থক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দহকুলা বাজারে একটি চায়ের দোকানে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের কর্মী সমর্থকরা আড্ডা দিচ্ছিলেন। এসময় বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাসের কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে মাসুদ করিম লাল্টু মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের সমর্থক আসাদুল মেম্বার, ইদালী, মনু মোল্লা, মুলাম হোসেন জখম হন ও পল্টন নামের এক সমর্থক মাথায় গুলিবিদ্ধ হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাল্টু মোল্ল­ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অরিতিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষের ১৫ জনকে আটক করেছে পুলিশ।  এদিকে, নিহতের পরিবার হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসকে দায়ী করেছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন চৌধুরী এ ঘটনায় ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সকালে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস গ্রুপের সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় বিদ্রোহী প্রার্থী সিরাজ উদ্দিনের এক কর্মীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আল-মামুন সাগর/এফএ/আরআইপি