ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেটে চলন্ত ট্রেনের ধাক্কায় ৭ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।গোয়ালন্দ ঘাট থানার এসআই মোশারফ হোসেন জানান, খুলনাগামী একটি মেইল ট্রেন গোয়ালন্দ রেলগেটে পৌঁছায়। এসময় সিগন্যাল অমান্য করে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহন লাইনের উপর আসলে ট্রেনটি পেছনের অংশে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় বাসের চালকসহ ৭ যাত্রী। রুবেলুর রহমান/এআরএ/আরআইপি