নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, সাংবাদিকরা রণাঙ্গণের সৈনিক। তারা স্বাধীন বাংলা স্থাপনে যেমন ভূমিকা রেখেছে তেমনি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংগঠন নতুনধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬৪ জেলায় মোট ১০০ সাংবাদিকে এ সংবর্ধনা দেয়া হয়। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের নাশকতাসহ যে সকল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে সাংবাদিকরা তাদের প্রকৃত পরিচয় জাতির কাছে তুলে ধরেছে। নিজামীর ইস্যু নিয়ে তিনি বলেন, সম্প্রতি নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে পাকিস্তানিরা নানা ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় তাদের চর হিসেবে কাজ করেছে, এখনো করছে। তাদের কোনভাবেই ছাড় দেওয়া যায় না। সারাদেশে এখন দু’টি পক্ষ। একটি স্বাধীনতার পক্ষে অন্যটি বিপক্ষে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটির পক্ষে অবস্থান করবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নতুন ধারা ফাউন্ডেশনের সভাপতি রুস্তম আজাদ, নির্বাহী সদস্য সচিব শামীম আজাদ, ব্রাদার্স ফার্নিচারের পরিচালক হাবিবুর রহমান সরকার।এমএইচ/এএইচ/এমএস