জাগো জবস

জেলা ও দায়রা জজ আদালতে ৩০ জনের নিয়োগ, আবেদন ফি ১০০

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ০৫টি পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ঠাকুরগাঁও

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঠাকুরগাঁও

আরও পড়ুন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন ৮৬ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৪ জনকে নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড, আবেদন ফি ২২৩

বয়স: ০১ নভেম্বর ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা জেলা ও দায়রা জজ আদালত, ঠাকুরগাঁও এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ঠাকুরগাঁও।

আবেদন ফি: সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ১-২১০৪-০২১০-৫১৩৫-১৪২২৩২৬ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১৫০ টাকা, ৩-৫ নং পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে। অবশ্যই টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আরও পড়ুন ৫৬ জন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ দেবে বেপজা, কর্মস্থল ঢাকা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ১১৩ জনের নিয়োগ, এসএসসিতেও আবেদন

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০১ নভেম্বর ২০২৪

এমআইএইচ